ওয়াজ নিয়ে অপপ্রচারে বিপাকে ইসি

ভোটের আগে মাহফিল নিয়ে বিভ্রান্তি মূলক প্রচারে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকে নির্বাচন কমিশন বলেছে ... ধর্মীয় অনুষ্ঠানের ব্যাপারে কোন বিধি নিশেধ  নেই । 










শান্তিপূর্ন  পরিস্থিতি বজায় রাখতে ধর্মীয় মাহফিল  ভোটের  পর করার অনুরোধ করেছে নির্বাচন পরিচালনাকারি সংস্থাটি ।
আগামি 30 ডি: একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহন হবে । তার আগে মাস জুুরেই থাকবে প্রচার প্রচারনা । অন্যদিকে এই সময়টা হল  ওয়াজ মাহফিলের সময় । ওয়াজ মাহফিলে কোন ধরনের নির্বাচন প্রচার না করা হয় ... তাই গত 19  নভে: মাঠ পর্যায়ে একটি নির্দেশনা পাঠিয়েছিল  ইসি ।
ওই নির্দেশনা ধরে ওয়াজ মাহফিলে নিশেধাক্কার অপপ্রচার চালু  হয় । এজন্য এটি ইসি কর্মকর্তাদের নজরে   আসে । 
এর  পর মঙ্গলবার এ সংক্রান্ত আরেকটি নির্দেশনা রিটার্নিং কর্মর্কতাসহ মাঠ পর্যায়ের প্রশাসন ও পুলিশের কাছে পাঠানো হয় ইসি সচিবালয় থেকে । 


ইসির যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান নির্দেশনায় বলেছেন ...... ধর্মীয় সভা মাহফিল বা এইরকম কোন জমায়েতকে একটি দল বিভ্রান্তিমুলক প্রচারনা চালাচ্ছে । এর ফলে সামাজিক ও আইন বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে । 


প্রকৃত পক্ষে ধর্মীয় সভা বা ওয়াজ মাহফিল বিষয়ে নির্বাচন কমিশন কোন নিষেধাক্কা আরোপ করেননি ।


Comments

Popular posts from this blog

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি – BAPARD Job Circular 2018